শোক-সংবাদ◼️
ডক্টর জসিম উদ্দিন আহমেদ থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন:
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট পরমাণুর বিজ্ঞানী, বাংলা ভাষা সৈনিক, একুশে পদক প্রাপ্ত, জাতিসংঘের আণবিক শক্তি কমিশনের কর্মকর্তা।
জসীম উদ্দিন আহমেদ (জন্ম ১ জানুয়ারি ১৯৩৩) বাংলাদেশের একজন ভাষা সৈনিক, পরমাণুবিজ্ঞানী ও লেখক। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৬ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়েছিল।
তিনি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগতার ওয়াজ উদ্দিন আহমেদের পুত্র। ডক্টর জসিম উদ্দিন আহমেদ থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলা জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর গ্রামে জন্ম গ্রহণ করেন। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন তিনি। আজ বুধবার (21-09-2022) বিকেল ৫:৩০ মিনিটে ব্যাংকক, থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যতে নেমে এসেছে শোকের ছায়া।
“প্রতিবিম্ব প্রকাশ” পরিবার থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবারের সবার প্রতি জানাচ্ছি সমবেদনা।
Ms. Sachi Ahmed (Scientist, USA):
It is with great sadness I would like to share that my father-in-law Dr. Jasim Uddin Ahmed, 91 years of age has passed away earlier this morning (5:30 pm Bangkok time, September 21, 2022). He had suffered a brain stroke a few months ago after which everything went spiraling down. He was under treatment at the time of his death in Bangkok Hospital.

১ Comment
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তার আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ তাকে বেহেশত করুক ।আমিন।