একান্তই আমার আমি
আয়শা সাথী
সব কিছুর উর্ধ্বে, নিজেকে ভালবাস;
অযাচিত কামনায় পিষ্টে হৃদাসনটা,
যে অন্ধকার অমানিশায় আচ্ছন্ন কর-
প্রতি সূর্যজ্বলা দিবস বেলায়,
সেথায় আলোর বিচ্ছুরণের অন্বেষণ
অনন্তকাল নিজের উপরই অর্পিত হোক!
সুপ্রিয়া’র বয়ে আনা আলোক বার্তা,
হয়তো নব অনুপ্রেরণায় অনুরক্ত করতো,
হয়তো মুছে দিত কলুষিত বিষণ্ণতাগুলো,
হয়তো কোন এক প্রত্যাশিত কালিসাঁঝে-
কেউ একমুঠো জোনাকি আলোয় রাঙাতে
অপেক্ষার প্রহর গুনতো তেপান্তরের ঘাটে!
সেটা যখন বিধির লিপিতে দুষ্প্রাপ্য,
তবে থাক না লক্ষ-কোটি আলোকবর্ষ দূরে।
যা একান্তই নিজের করে পাওয়া হয়নি,
তা না হয় না পাওয়াই থাক!
তোমার তরে তুমি তো রইলে!
তোমার দিগন্ত বিস্তৃত বিরানভূমি,
তারকারাজি সজ্জিত অসীম আকাশ,
নতুবা জোনাকি জ্বলা গুলমোহর গুচ্ছ,
সেখানে বিচরণের অধিকারটা-
একন্তই না হয় নিজেরই হোক!
একান্তই না হয় তুমি তোমার!
১ Comment
অসাধারণ।