২০৫ বার পড়া হয়েছে
একাত্মতা
[রাবেয়া হোসেন]
যেখানে তোমার সূর্যাস্ত আর কৃষ্ণচূড়ার রঙের খেলা
যেখানে তোমার সাগরের ঢেউ আর
পাখীর কলতানের মিলন মেলা;
যেখানে তোমার নীল আকাশের দিকে তাকিয়ে
সবুজ ঘাসের একাত্মতা,
ঠিক সেখানেই থেকো দাঁড়িয়ে…
কৃষ্ণচূড়ার ফুল কুড়িয়ে,
বিছিয়ে দিও আমার পথের কাঁটাগুলো সরিয়ে
পাশে থেকো হাতে হাত রেখে
বিশ্বাসের অনুভব দিবো তোমার কপালে এঁকে
যদি শিহরিত হয় শরীর জড়তায়;
জড়িয়ে ধরে বলবে কি ছেড়ে যেওনা আমায়।
Rabeya Hossain
কানাডা: জুন ১৩; ২০২১
১ Comment
congratulations