একবিংশ শতাব্দীর বউ
মোঃ ইসহাক মিয়া
০৩/০৮/২০২২ খ্রিষ্টাব্দ
বাড়ছে শিক্ষা, হ্রাস হচ্ছে মনুষ্যত্ব,
নীতি আর্দশের ধার ধারে না।
শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, হয়েছে বিলুপ্ত,
স্বামীর হুকুম বউ মানে না।
শ্বশুর শ্বাশুড়ি, দেবর ননদী নিয়ে
একসাথে বউ, থাকিতে চায় না।
সকাল বিকাল করে নিত্য ক্যাচাল,
শুধুই, সংসার ভাঙার বাহানা।
বিয়ে করে, সাজিয়ে নতুন সংসার,
অসার জীবন, গোপন যাতনায়।
জীবন অঙ্গার, মেটাতে আবদার,
বউয়ের, নিত্য নতুন ধরা বায়না।
ননদী নয় তো, যেন কেনা দাসি,
শ্বাশুড়ি, চাকরানীর মানও পায় না।
তবু, বউ বাজায় ভাঙা রেকর্ড,
ভাল্লাগে না তার, এত যন্ত্রণা।
অঝোরে ঝরে বোনের চোখের পানি,
ভাই হয়েও তা, চেয়ে দেখে না।
আঁচলে লুকিয়ে মুখ, মায়ের গোঙানী,
ছেলে হয়ে সে,তাও শোনে না।
এসব দেখে শুনে, নীরব থেকেও,
তবু সে বউয়ের মন পায় না।
উল্টো বলে, আমি ছাড়া কেউ
তোমার ঘরে থাকত’ই না।
১ Comment
congratulations