একটু ছোঁয়া
তসলিমা হাসান
ঝুম বৃষ্টিতে ভিজেছি,
তাই শরীর ভরে জ্বর এনেছি!
বকা দেবে? দাও!
প্রিয়, মন চায়,
তোমার হাতে হাত রেখে সাগরের সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবো!
অসীমতায় হারিয়ে যাব!
তোমার সাথে সাগর দেখবো,সূর্যাস্ত দেখবো!
আমি ব্যাকুল! অস্হির!
এইটুকুই তো চাওয়া বল? হবে না পূরণ! হবে না? বল?
ধু ধু সমুদ্র পথ অতিক্রম করে,
ভূখন্ডে দাঁড়িয়ে শ্বাস নেয়ার প্রতীক্ষায় যেমন নাবিক,
তোমার প্রতীক্ষায় তেমনি আমি!
যদিও আসবে না তুমি, নিয়মের মালা ছিঁড়ে,
মুক্তির আনন্দে মূক্তো ঝরা ফাগুনের বিকেলে!
প্রিয়-পাশে একটু বসবে!তোমার সুঘ্রাণ পেতে চাই!
কপালে ছুঁয়ে দেখ, কত জ্বর! তোমার স্পর্শ পেতে চাই!
তসলিমা হাসান
কানাডা: ১০-০৮-২০২২
১ Comment
Congratulation