একটি মুখের প্রতিচ্ছবি
শেখ মনিরুজ্জামান শাওন
শতবর্ষী বটবৃক্ষের মতো
ডালপালা ছড়িয়ে
আজো দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়…
আসবে না তুমি, আসবে না
এই কথা যদি মন মানতো।
তবে- নিঃশব্দে ভেঙে যাওয়া বুকের ভিতর পদ্মার ভাঙন থেমে যেত।
থেমে যেত প্রচণ্ড কষ্টের একটা চাপ মোচড় দিয়ে ওঠা কলিজার ভিতর,
থেমে যেত সাহারার বুকে পড়ে থাকা অথর্ব, প্যারালাইসড তৃষ্ণার্ত আত্মার আত্মচিৎকার সেই কবে।
হয়ত, সেখানে গড়ে উঠতো সবুজের সমারোহ, ফুলে ফেঁপে উঠতো সোনালি ফসল।
হয়ত গড়ে উঠতো ছোট্ট উঠোন,
যেখানে হাঁটি হাঁটি পা পা করে খেলা করতো ধুলো মেখে শিশু এক।
হয়ত সেখানে শোনা যেত খুব ভোরে নির্মল হাসির শব্দ
কোন কিশোরী চপলা বধূর।
হয়ত শোনা যেত রিনিঝিনি কাঁচের চুড়ি ভাঙার শব্দ অভিমানী এক কিশোরীর।
তাহলে আজ আর বয়ে বেড়াতে হত না, কথা না রাখা একটি মুখের প্রতিচ্ছবি।