একটি বিপ্লব ঘটাবো
(আবরার স্মরণে)
মাহমুদা চৌধুরী
একটি বিপ্লব ঘটাবো
প্রতিশ্রুতি মতে দেশে উন্নয়ন দেব
আথ’সামাজিক জীবনে উন্নতির ঢল নামবে
স্বাধীন দেশের মানুষের স্বপ্ন সফল হবে।
দাবির খাতায় বিশ্ব যখন এগিয়ে চলছে
তথ্য প্রযুক্তির পথে
আমরা তখন বিশ্ববিদ্যালয়ের সবো’চ্চ শিক্ষাঙ্গনে বসে সমস্ত ভালত্বকে নিদ’য় ভাবে হরণ করছি
ব্যথ’তার মাধুরি আঁকছি।
রাজনীতির খোলসে তাণ্ডব নৃত্যের পদাঘাতে
উড়ে যাচ্ছে ধমে’র’র নামে সততা,বিবেক আর মানবিকতা
স্বদেশের ভূমির কথা স্বাধীনভাবে মুখফুটে বলতেই
একদল মেধাবি অথচ নিষ্ঠুর বিবেকহীন সতীথ’
উপর আলার নিদে’শ পালনে
আর এক সেরা মেধাবিকে
আসামীর কাঠগড়ায় তুলে দিচ্ছি
বন্ধ দরজায় রেগিং নিযা’তনে
শরীরকে ক্ষত বিক্ষত করছি
উজ্জ্বল জীবনবাতি চিরতরে নিভে দিচ্ছি
প্রাণ ভোমর তারুণ্যের
শুভ শক্তিকে পদদলিত করছি
অশ্রুচোখে মায়ের বুকে ঝড় তুলেছি।
পরিবারকে অসহায় করে তুলেছি
মায়ের কোল আলো করা ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে
আজ যেন ভাবনার আঙ্গিনায়
তোলপার হচ্ছে অসহায় পিতার
ক্রমাগত দূরত্ব বাড়ছে তারূণ্যের মস্তিস্তের উব’রে।
সরকার ভরণ-পোষণ আইন করেও মিলছে না এর সুফল
যেন বেরেই চলেছে বাধ্’ক্যে বাবা মার বৃদ্ধাশ্রমে আশ্রয়
নোনা জলে দীর্ঘশাস, বঞ্চিত হচ্ছে সান্নিধ্য
তবুতো মা বাবার সন্তান—-
ব্যথাতুর হৃদয় জুড়াতে কেউতো সমভাগি হয়নি
ঘোষিত আদেশে স্থায়ী বয়কটে
আজ যাবজ্জীবন কারাদন্ড, আর ফাঁসির রায়ে
বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশটি স্বপ্ন ঝরে গেলো ।
আর যিনি কলকাঠি নাড়লেন
একটা বিপ্লব ঘটিয়ে
নিজের পদকে পাকা পোক্ত করবেন
তার কি হলো?
১ Comment
শেষের পঙতি,
((আর যিনি কলকাঠি নাড়লেন
একটা বিপ্লব ঘটিয়ে
নিজের পদকে পাকাপোক্ত করবেন
তার কি হলো?))
এটা ব্যাপক অর্থ বহন করে। অপরাজনীতির খপ্পরে পরে জনগনের ত্রাহিত্রাহি অবস্থার চিত্র ফুটে উঠেছে।
লেখিকাকে ধন্যবাদ।