একটা তুমি
তসলিমা হাসান
প্রচন্ড মনখারাপে মাথায় হাত বুলিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেবার মতো
একজন ভালোবাসার মানুষ খুব দরকার সবার
ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া ভীষণ কষ্টের মুহূর্তেগুলোতে
কাছে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দেবার জন্য যত্নবান কাউকে দরকার হয়
নিজের অব্যক্ত কথা, লুকোনো ব্যাথা,
মনের গভীরে লুকিয়ে রাখা হাজারো গল্প নির্দ্বিধায় বলতে পারার মতো
বিশ্বস্ত একজন দরকার শিশির ভেজা সকালে, বৃষ্টিস্নাত দুপুরে, পড়ন্ত বিকেলে,
পূর্ণিমার রাতে পাশাপাশি হাঁটার জন্য বন্ধুর মতো একজনের সঙ্গ দরকার
নিজের সমস্ত ভালোবাসাটুকু, পরম যত্নটুকু,
মূল্যবান বিশ্বাসটুকু দেয়ার মতো একজন একান্ত সৎ মানুষের দরকার
সুখে-দুঃখে, অসুখে কিংবা মনখারাপে ছায়ার মতো পাশে থাকার মতো
একজন ছায়া সঙ্গীর দরকার অভিমান ভাঙ্গাতে, রাগ কমাতে,
যত্ন নিতে একজন একান্তই নিজস্ব কাছের কাউকে জীবনে দরকার
নিয়ম করে রোজ ফুল দেবার জন্য কিংবা হুটহাট চিঠি লেখার জন্য,
হুটহাট বেড়াতে নেয়ার মতো একজন বেহুদা মানুষের দরকার
অথচ এই পুরো পৃথিবী তে কারো কারো
সেই মানুষটার বড্ড অভাব কেন হয়?
গোটা শহর তো চাইনি আমি, চেয়েছিলাম শুধু একটা তুমি!
_______________
কানাডা: ০৯-০৩-২০২৩