একজন ধার্মিক চাই
মোহাম্মদ শাহানুর ইসলাম
জুজুর ভয়ে ভয় দেখিয়ে
আর কতকাল রাখবি!
বর্জ্য-বিষ্ঠার গন্ধ ঢাকতে
কত আতর মাখবি!
ছড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে
তোদের পাপের কর্ম
দেহে সুন্নাহ্ মুখে আল্লাহ্
অন্তরে নাই ধর্ম।
কর্মগুণে আস্থা বাড়ে
সস্তা কথায় নয়
সত্যগুণে সাহস বাড়ে
ভক্তিগুণে জয়।
ধর্মের বুলি মুখে আওড়ে
ইশকে হলো ফানা
প্রতারক সে জগৎ মাঝে
চেনে না দ্বীন কানা।
ধর্ম-ধর্ম শের-শায়েরি
দেখি আনাগোনা
আসল ধার্মিক ক’জন আছে!
থাকলেও– হাতে গোনা।
ঢাল-তলোয়ার ফ্যান-ফলোয়ার
ধর্মের কাঁধে চাপে
নিজের পাপ ঢেকে রেখে
অন্যের পাপ মাপে।
মাপচোঙ আর নিক্তি দিয়ে
চলে পাপের মাপন
এমনি করেই যুগে-যুগে
হচ্ছে কালের যাপন।
একজন ধার্মিক খুঁজে পেলে
আমায় জানিও ভাই
কাব্য লিখে জানান দিলাম
“একজন ধার্মিক চাই।”