২২৭ বার পড়া হয়েছে
এই হোক উল্লাস
। সুরমা খন্দকার ।
ভালো থাকার কারণ শুধু তোমার তরে তুমি হও।
চমকে দিলে ঝড়ের কবল
স্রোতের তোড়ে টিকতে হবে,
একটু ভালো থাকতে হবে,
এক জীবনে বাঁচতে হবে,
এমন করে ব্রত নাও।
যাতনার রাত শেষে
ক্লান্ত ভোর উঁকি দিয়ে
জানান দিক তপ্ত মরুর —
কেউ না বলুক ভালো থাকো
দূরত্ব আর ভালো থাকা
বাড়তেই থাক অবিরত।
আস্বাদন হোক জীবনের সব স্বাদ
নিজেকে হোক শুরু ভালোবাসা।
হোক প্রাণোল্লাস সবটুকু নিজের
নয় কারো তরে বিবাদ।
চাই না কোমল হাতের ছোঁয়া
চাই না মিছে আশ।
নিজের তরে নিজেই বাঁচো
এই হোক উল্লাস।
১ Comment
Onk sundor hoise