১৩১ বার পড়া হয়েছে
এই মোহ, এই মায়া যেন বৃক্ষের বন্দনা
নাসিমা হক মুক্তা
মানুষ তার শ্যামের কুলে
অবুঝ শিশুর মতো বুকে জেগে থাকে
নিজেকে ক্ষয়ে ক্ষয়ে রোজই
পৃথিবীর পথে যদি কখনো বেলা হাসে
সেই সময়ে যেন একটি বার আলো জ্বলার আশায়
সময় বাঁধে জীবন ফ্রেমে।
মনে পড়ে কত বেলার গহনে
কোথায় যেন এক বাঁক জল বয়ে গেছে
নোনতার বন্দরে
জীবন কথা বলে দুঃখের, নিঃসঙ্গতার
তবুও;
জীবন কে আপন লাগে মানুষের
এই মোহ, এই মায়া যেন
হৃদয়ের ভিতরে অনন্ত বৃক্ষের বন্দনা।
১ Comment
congratulations