সময়ের দাবি
এইচ বি রিতা (আমেরিকা প্রবাসী কবি)
হারিয়ে যাওয়া পথের বাঁকে স্মৃতিরা ঠিকই দাঁড়িয়ে থাকে
কেন থাকে! সে রহস্য উন্মোচন হয়নি আদৌ।
জ্যৈষ্ঠের খরতাপে যে শিশুটি ডাংগুলি খেলে মায়ের বকুনিতে কেঁদে বুক ভাসাতো,
সেও আজ সন্ধ্যার কপালে টিপ পড়িয়ে কারো হাত ধরে হাঁটে।
বয়োবৃদ্ধির রোষানলে মানব সভ্যতার নবজাগরণে,
বদলে যায় মার্কসবাদ
মৌলবাদ-মনুবাদ বুক পকেটে ঠেসে হিংস্র যুবক ভুলে যায;
ভর দুপুরে ঘর পালানো দুরন্ত কিশোরের গল্প।
পুতুল খেলায় মত্ত যে কিশোরী বুঝতো না একদিন কল্পকথা
সেও আজ বয়োসন্ধিতে দুর্বিনীত যৌবনের শুদ্ধিকরণে
রজঃ নিঃসরণে পুর্ণাঙ্গ।
এভাবেই বেড়ে উঠে চারাগাছ
দর্শন শেষে ধর্ষণ জায়গা দখল করে নেয় মানুষের আগ্রহ
টপোগ্রাফিক্যাল ম্যাপ মস্তিষ্কে পুতে দেয় ষষ্ঠইন্দ্রিয়
এভাবেই বিজ্ঞানের সাথে পিছিয়ে পড়ে সমঝোতা
সময়ের সাথে বদলে যায় জীবনবোধ।
মাটি কামড়ে পড়ে থাকা বৃক্ষটিও একদিন ভুলে যায়
মাটির কষ্ট
বারো থেকে বত্রিস বক্ষের আয়তন জানান দেয়
বয়সের পরিবর্ধন
এভাবেই ব্যালকনি জুড়ে ধূলোর আস্তরে;
খুঁটে খুঁটে স্মৃতি খেয়ে যায় মানুষের অস্থিমজ্জ্বা।
অথচ,
ভালবাসা ফিরে গেলেও থেকে যায় কামড়ের দাগ।
লেখক: নিউয়র্ক, আমেরিকা প্রবাসী
২ Comments
অনেক ভালো লেখাটি।
অনেক ভালো লাগলো লেখাটি।