উল্কাপাত মন
জান্নাতুল নাইম
জানি, প্রায়ই ছায়াপথ হতে তারা খসে পড়ে।
আবার ছায়াপথই (গ্যালাক্সি) ঝুলে থাকে
সহস্র কোটি কোটি তারার সম্মেলন ধরে।
আমি ছিঁটকে পড়েছি তোমার ছায়াপথ থেকে
কিন্তু বুঝি মনস্তত্ত্বিকভাবে আমার অলীক অন্তরভুক্তি,
আজো একান্তভাবে তোমাতে।
মূলত দূরে এসে কাছে পেয়েছি আরো বেশি করে।
বিরহ যেনো এক নেশার ওপিওয়েড ওষুধ
যতই ভাবি তোমাকে ততোই গভীরে পাই খুব।
করুণা, ভর্ৎসনা, অপমান বিদ্বেষের বন্ধন,
স্বাধীনতা পেল বিচ্ছেদ বিরহের ক্রন্দনে,
অনিন্দ্য অভিনন্দন!
তবু বন্ধ হোক ঋণাত্বক ক্ষোভের কবি আখ্যান!
যা ছিল কবিতা মিছিলে নিত্যদিনের বন্ধু উপাখ্যান!
বলেছিলাম কাঁদতে পারবো যতদিন,
জেনো পাবো তোমাকে আমার ই করে ততোদিন।
দয়া করুণার আঁচর নিচে রেখোনা আমাকে আর!
যদি পারো ভালোবেসে বুকে নিও ক্ষণিকবার।
হৃদয় বলেছে, একবার বিশুদ্ধ আত্মার ডাক পেলে
ক্ষমা চেয়ে ছেড়ে যাবে সে পার্থিব তাবৎ জঞ্জাল॥
১ Comment
nice