উম্মে মাকতুমা মুন্নি’র কবিতাগুচ্ছ:
সাজ
উম্মে মাকতুমা মুন্নি
তারিখ- ১২/১০/২০২১
একটু বেশি একটু কম,
লাগবে শক্তি, লাগবে দম।
ধৈর্য্য ফুরোলে চলবে না,
ভিড়ে যেতে বলবে না।
আনন্দ উৎসবেতে মাতি,
সাবধানেতে পথ হাঁটি।
আশার আলো জিইয়ে রাখি,
আগামীর জন্য আজ।
জীবন ভাল কাটুক সবার,
এই হল মোর সাজ।।
ধনী গরিব
তারিখ: ১১/১০/২০২১
কেউ থাকে দশতলায়,
কেউ গাছতলায়।
মানুষ আমরা সবাই,
সমাজ ভেদাভেদ করায়।
সুখ আমরা নাহি পাই,
অট্টালিকা তরে।
হাজার সুখে বাস করে কেউ,
গাছতলার ঐ পারে।
বাড়ি নয় রাজপ্রাসাদ যে কয়,
একটি রুম যেন অন্দরমহল।
ছোট্ট একটি ঘর কেহ নয় পর,
সবে মিলে যেন আনন্দের কোলাহল।
হাজার চাওয়া, হাজার পাওয়া,
নাইকো চাওয়ার শেষ।
একটু পাওয়াতেই খুশির আমেজ,
কী মজা কী উচ্ছ্বাস।
খাবার-দাবারের কি সমাহার,
রাজকীয় বেশ।
একটু খাবার ভাগ করে খায়,
নাইকো এতে লেশ।
অনেক খাবার চেটে দেখবার,
সময় কোথায় অশেষ।
একটু খাবারের খোঁজে,
চারদিক যেন নিঃশেষ।
ধনীর খাবার জায়গা নেই রাখবার,
ডাষ্টবিনে ফেলে দি বেশ।
সেই খাবার কুড়িয়ে খেয়ে,
কৃতজ্ঞতা কি অশেষ।
বড় গাড়ি, আকাশচড়ি,
নাই আয়েশের শেষ।
ছোট একটা গাড়িতে চড়েই,
ঘুরে দেখে বিশ্ব দেশ।
জীবনের হিসাব
তারিখ- ১০/১০/২০২১
একের ঘর ফাঁকা হলেই নাকি,
জীবনের ঘর শূন্য হয়।
কিন্তুু না, জীবনের ঘর শূন্য হলেই,
একের ঘর ফাঁকা হয়।
এক দিয়ে জীবনের শুরু ঠিকই হয়,
কিন্তুু ফাঁকা হয় মৃত্যু দিয়ে।
তাই শূন্য হয় মূল্যহীন,
মৃত্যু হয় কঠিন।
জীবনের সংখ্যা যদি আটই ধরি,
চার যায় ঘুমে আহাজারি।
দুই গেল প্রেমে অলিগলি,
বাকি দুই রয়ে গেল কী করি?
দুইয়ের জীবন কঠিন যেমন,
সময়ের সল্পতাও তেমন।
হাহাকার করি ফিরে পেতাম যদি,
দেখতাম জীবন কেমন!!
মানব জীবন হাহাকারে নয়,
সময়ে পূর্নতা পায়।
তাই জীবনের শুরুতেই না হয়,
চারের হিসাব করে নাও।
১ Comment
congratulations.