উম্মী নবী
খাদিজা বেগম (সিদ্ধান্ত খুকু)
ওগো মোর উম্মী নবী!
বাবা মা দাদা চাচা কেউ ছিল না,
মেঘের ছায়ায় মেষ চড়াতে,
স্ত্রী পুত্র সব হারালে!
তেতাল্লিশ হাজার ধর্মের মানুষ;
কত জ্ঞানী গুণী কত বিজ্ঞানী,
গবেষণায় রত তোমার চরিত; তোমার কথা !
তোমার একটি অঙুলী হেলনে,
উজ্জ্বল চন্দ্র দুই ভাগ হলো!
দেখে তো অবাক নীল আর্মস্ট্রং,
মৃত্যুকালে ঘোষণা দিয়েছেন, বিশ্বাসী তিনি।
ওগো মোর উম্মী নবী !
তোমার ওপর অবতীর্ণ কুরআন,
অনুসরণ করে; গবেষণা করে–
তেতাল্লিশ হাজার ধর্মের মানুষ!
ওগো মোর উম্মী নবী!
তোমার প্রভু সৃজিলেন ধরা নিপুণ রূপে?
মানব দেহের জটিল অংক!
ভেবে পাইনা কী করে তিনি অক্সিজেন দিলেন?
জনে জনে পাই বিনা মূল্যে; নিঃশ্বাসের সাথে!
এক সিলিন্ডার অক্সিজেনের তরেহাহাকার করে–
মূল্য নাকি পাঁচ লক্ষ!
“যালিকাল কিতাবু লা রইবা ফিহ”
কুরআন শুধু বিশ্বাসীদের তরে।
স্বয়ং আল্লাহ মহাজ্ঞানী মহা পরাক্রমশালী!
একটি হরফও বদলাতে পারে নি–
কুরআনের বড় গবেষণা কেন্দ্র,
জ্ঞানী গুণী কত মহা বিজ্ঞানী!
ওগো মোর উম্মী নবী!
বিশ্বের একশ মনিষীর তালিকায়
তুমি রয়েছ শ্রেষ্ঠ আসনে।
শ্রেষ্ঠ তুমি; তোমার হাদীস।
হেরা গুহায় অবতীর্ণ কুরআন অক্ষত চিরকাল!