উপলব্ধির ছোঁয়া
সোহেলা পারভীন
সেদিন জ্যোৎস্নার আলো ছিল আকাশ জুড়ে
বাঁশ ঝাড়ের ফাঁকে রুপালি চাঁদের হাতছানি।
কোজাগরী সুখের দোলায় দুলেছিল এ মন,
আহা! এভাবেই যদি কাটিয়ে দিতাম আমাদের এ জীবন।
মনে আছে তোমার?
খুব কাছে ছিলাম সেদিন
আকাশের যতটা কাছে তারার মেলা,
হঠাৎ বললে, তোমার হাতটা একবার ধরি?
আমি বললাম, না
আবারো অনুনয়ের সুরে বললে,
শুধু একবারই, তোমার হাতটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে খুব,
না অসম্ভব কিছুতেই না।
অভিমানে আক্ষেপ ভরা কন্ঠে বললে,
তবে তুমি না হয়, আমার হাতটি ধরো।
কি যে মোহ মায়া ছিল সেই কন্ঠ
আমাকে নির্লজ্জ করেছিল নির্দ্বিধায়,
আলতো করে তোমার হাতে হাত
এটাই ছিল ভালবাসার প্রথম স্পর্শ
প্রথম মায়াবী রাত।
ভালোবাসার স্পর্শ যে, এতটা সুখের
উপলব্ধির ছোঁয়ায় তা মিশে রইলো মনজুড়ে।
আজ মনে হয়,
অরণ্যের যত গান বিহঙ্গের বুকে জমে আছে,
স্পর্শের অনুধাবন করে সেই বারতা।
সেই রাত জ্যোৎস্নার আলোক ময় মন্থর।
অভিলাষী অন্তর্বর্তী চোখে যে প্রেমের জোয়ার,
কতটা দ্বিধার দেয়ালে বাঁধা পড়ে হারিয়েছে অবেলায়।
তবু ও উপলব্ধির ছোঁয়ায় তোমাকে খুঁজি।
কিছু বৃষ্টির ফোঁটায়
কিছু বিবর্ণ লতায, কিছুটা বিশ্বাসে,
বাকিটা উপলব্ধির ছোঁয়ায়।