২৮৫ বার পড়া হয়েছে
উন্মোচন
খায়রুল ইসলাম মামুন
আমি পাহাড়ের বুকে জন্ম নেয়া এক কঠিন শীলা,
আমি কয়লার খনিতে বেড়ে ওঠা সুকঠিন নীলা।
আমি ভাঙবো না কোন মৃদু আঘাতে,
গলবো না কমতাপে
আমি ভেঙে যাবো মমতার আলতো ছোঁয়ায়
গলে যাবো ভালোবাসার উত্তাপে।
আমি এক নক্ষত্র গ্যালাক্সির গহবরে
আলোকবর্ষ দূরে,
আমি সুরক্ষিত সুপ্রাচীন মমি
মিশরের পিরামিডে।
তুমি পাবে না আমায় হাত বাড়ালে
পাবে না সাড়া দেহে,
আমি কাছে চলে আসি আদর পেলে
সাড়া দিই অফুরান স্নেহে।
১ Comment
very nice poetry; congratulations