উত্তাল সাগরে উপলব্ধি
(শিরীনা ইয়াসমিন)
তপ্ত বালিতে পুড়ে শীতল হয়েছি রাত দুপুরে। চাঁদের আলোয় ভেসেছি তখন,তুই সঙ্গেই এলি এতো করে মানা করেছি শুনলি না! অফিস ট্যাুর। তবু এলি রইলি ছায়ার মতো, এবার যাবো জাহাজে
সাঁতার জানিস তো? ডুবলে তো ডুববি আমাকে নিয়েই।ভেসে চলেছি সাগরে হঠাৎ বললি চল বসি কার্পেটে।ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে চলেছি। ওমনি বায়না ধরলি কোলে মাথা রেখে সাগর দেখলে কেমন লাগে দেখিতো!আহা করছিস কী? কেন এমন করছিস?বন্ধু বন্ধুর কোলে মাথা রাখতে পারে না?পরবে না কেন? তা বলে জনতার ভীড়ে?তুই আমি তো জানি আমরা বন্ধু।কে চিনে তোকে আমাকে বল? এই তো ঝামেলা তোকে নিয়ে, পৃথিবীর যতো আবদার আমার কাছে।নিশ্চয়ই বলবি মাথাটায় হাত বুলালে মন্দ হয় না।দে না!তোকে একটা কথা জিজ্ঞেস করি তুই কি কখনো ভালোবেসেছিস আমায়? লাফ দিয়ে বসে পড়ে কী সব বলিস! কেন হয় না এমন?তুই কেমন বন্ধু আমার জানিস না?ভালোবাসলে এই বন্ধুত্ব থাকবে?কর্পূরের মতো উড়ে যেতো এতোদিন। এই যে এতো আবদার তোর,হতে পারেনা মনে মনে আমি তোকে ভালোবেসে ফেলেছি,পারে না বল?
না, পারে না আমি তোকে হারাতে পারবো না।আমি কি আইবুড়ো হয়ে থাকবো চিরকাল। কারো না কারো গলায় তো মালা দিতেই হবে।এই সত্যি তুই বিয়ে করবি?না করলে চলে না! তুই কি দিন দিন অবুঝ হচ্ছিস? এই ওঠ তুই দূরে যা,আমি কিছুক্ষণ একলা থাকতে চাই।দিলি তো সব মাটি করে। রাগ করে দূরে দাঁড়িয়ে সিগারেট ধরালো রাফাত। সিগারেট মুখে দেখে মাথায় রক্ত ওঠে গেলো প্রগতির ।আচমকা ওঠে দাঁড়িয়ে ওর মুখ থেকে সিগারেট ফেলে দিলো সাগরে।মধ্য সাগরে জাহাজ দুলতে থাকলে অনেকের মধ্যে মোশন সিকনেস দেখা দেয়। প্রগতি টলতে টলতে পড়ে গেলো রাফাতের বুকে। রাফাত ওকে ধরে ফেললো, কিন্তু এই প্রথম ওর বুকের মধ্যে কেমন করে উঠলো। রাফাত ভাবছে প্রগতি আমার ওর কেন বিয়ে হবে অন্য কারো সঙ্গে ?প্রগতির বমি হলো। এমন কোনোদিনও হয়নি ওরা আগেও জাহাজে করে সমুদ্র ভ্রমণ করেছে। অল্প ক্ষণের মধ্যেই প্রগতি ঠিক হলো।
এখন রাফাত আর প্রগতিকে সরতে দিচ্ছে না।ওর কোলে শুয়ে আছে।প্রগতি ওঠতে চায় কিন্তু রাফাত কিছুতেই ওকে উঠতে দিলো না।হঠাৎ করেই রাফাতের পৃথিবীটা পাল্টে গেলো। ছোট্ট একটা ঘটনা রাফাতকে বড় বানিয়ে দিলো।রাফাত তখনও ভাবছে ওর কেনো এমন লাগছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত ও একা থাকতে পারবে না। প্রগতি ওঠে বসেছে। রাফাত বললো আসছি বলে কোথায় যেনো চলে গেলো।অনেকটা সময় হলো ও এখনও আসছে না কেন?মাইক্রফোনে ভেসে এলো রাফাতের কণ্ঠ। আমি আর প্রগতি বন্ধু। আমি কোনোদিন বুঝিনি আমি ওকে ভালোবাসি। আজ এই জাহাজে নীল আকাশের নীচে মধ্য সাগরে হাজারো ঢেউয়ের গর্জনের মাঝেই বলতে চাই প্রগতি আমি তোমায় ভালোবাসি।রাফাত এগিয়ে এলো, প্রগতির সামনে হাঁটু গেরে বসে বললো আমি ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি। টাইটানিক সিনেমার গানটা বেজে ওঠলো।প্রগতির মনে হচ্ছে স্বপ্ন দেখছে।সকলে হাততালি দিয়ে ওদের অভিনন্দন জানালো।সাগর আকাশকে সাক্ষী রেখে ওরা এক হলো।
২ Comments
Nice
congratulations