আজ ০৬/০৮/২২ ইং শনিবার বিকেলে বঙ্গবন্ধুকে নিবেদিত গাঙচিল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সভাপতি: বীর মুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ
সভাপতি, গাঙচিল উত্তরা শাখা।
প্রধান অতিথি: গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী
মহাসচিব, গাঙচিল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি: শিউলি খান
মুখ্য সমন্বয়ক, গাঙচিল।
শ্রী অমর দাস: কবি ও কথা সাহিত্যিক কোচবিহার, ভারত।
সাজিনুর রহমান: কবি ও সংগঠক কোচবিহার, ভারত।
আতিক হেলাল: বিশিষ্ট কবি ও ছড়াকার।
গাঙচিলের কর্ণধার খান আখতার হোসেনের নির্দেশনায় উপস্থাপনা ও পরিচালনা করেন কবি হারুনুর রশীদ।
অনুষ্ঠানে ভারতীয় কবি অমল দাসকে গাঙচিল উত্তরা শাখা থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। কবি অমল দাস তার স্বরচিত বই সকলের মধ্যে বিলি করেন।
অর্থ শতাধিক কবি-সাহিত্যিকের পদচারণায় গল্প, কবিতা, গান ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি।