উইশ ইউ মেরি ক্রিসমাস
লুৎফর রহমান রিটন
লাল টুপি শাদা দাড়ি পেট মোটা সান্টা
বিলি করে চকোলেট। নিজে খায় ফান্টা!
মাঝরাতে জেগে উঠে বিস্মিত শান্তা!
তার ঘরে এসেছেন সেই বুড়ো সান্টা
হাতে তার লাল মোজা সেই মোজা ভর্তি-
উপহার, মোজাটার মুখটা তো বন্ধ
মোজার ভেতরে যতো মজা ও আনন্দ।
কেক কুকি ক্যান্ডিতে জম্পেশ পার্টি
ফটকে দাঁড়িয়ে আছে স্নোম্যান চারটি।
বরফের স্নোম্যান গাজরের নাক রে
পাড়ার দুষ্টু ছেলে ধরে নাক পাকড়ে!
নাচে গানে ভরপুর আহা সে কি ফূর্তি
রোস্টেড টার্কিতে হবে পেট পূর্তি।
লাল সাদা সবুজের দ্যুতি অফুরন্ত
সোনালি রূপালি আভা সবই প্রাণবন্ত।
সান্টাকে চিনে নিতে কেউ ভুল করিনে।
জিঙ্গেল বেলস বাজে স্লেজ টানে হরিণে।
রেইন ডিয়ারের স্লেজ, স্লেজ টানে ঘোড়া রে
থুত্থুরে বুড়ো বুড়ি নাচে জোড়া জোড়া রে
ডিনারটা জমে ওঠে ক্যান্ডেল লাইটে
ক্রিসমাস নাইটে।
ক্রিসমাস ট্রিতে আহা আলোকের গুচ্ছ
স্বর্ণালি বর্ণালি ময়ূরের পুচ্ছ।
ক্রিসমাস উৎসবে ঝলমলে চারদিক
উইশ মেরি ক্রিসমাস শুভেচ্ছা হার্দিক।
[ শিল্পী সুজন চৌধুরী সান্টাক্লজের ছবি এঁকেছে ]
অটোয়া, কানাডা
১ Comment
চমৎকার