১৮১ বার পড়া হয়েছে
ঈদ আহ্লাদে
বিজন বেপারী
খোকা খুকির ঈদ মানেই
সুখ আহ্লাদে ভাসা,
খেলার সাথী ভাই বোনেতে
দাদুর গল্পে হাসা।
রঙিন জামা পড়বে খুকি
জুতো ছোট্ট পায়ে,
লিপিস্টিক আর মাথায় বেনী
সাজায় খুকির মায়ে।
ঈদ সেলামী জনে জনে
খোকার ভরে হাত,
মাংস পোলাও দধি মিষ্টি
আজকে নাহি ভাত।
ঈদের খুশি আরও জমে
ঘুরলে নানার সাথে,
জ্বলে যখন শহর পাড়ায়
টুনিবাতি রাতে।
______________
বিজন বেপারী
ঝালকাঠি, বরিশাল।
১ Comment
কবিতা পড়ে মনটা খুব ভালো লাগলো। ধন্যবাদ