১১৮ বার পড়া হয়েছে
গুচ্ছকবিতা
ইয়াসমিন আরা রানু
১৬-০৯-২০২১.
মনের বাড়ি
————————
মনের বাড়ি সঙ্গে রয়ে যায়।
তুমি প্রতারিত হলেও
হবে না দিন বড়
যতোই বাড়ুক দিন!
ছোট কথা
——————————–
তোমাকে রাখতে দিয়েছি
আমার ছোট কথা।
একপৃথিবী সমান দাম দিলেও
অসম্ভব রয়ে যায়
অমূল্য রতন!
অতীত
——————————–
শুধু তোমার জন্য
সাজানো কোন গল্প নয়,
মুঠোভর্তি রাগ অনুরাগ।
তবু রবি পর্বে
লেগে থাকে সাতসুর।