শিক্ষা গুরু
আইরিন সুলতানা লিপি
জ্ঞানের শিক্ষা ভবের শিক্ষা
শিক্ষার শেষ যে নাই,
জন্মের পরে প্রথম শিক্ষা
মা’য়ের কাছে পাই।
এই জগতে সেরা শিক্ষক
শ্রেষ্ঠ গুরু মা,
সকল শিক্ষার মূলে মাতা
অন্য কেহই না।
মা’য়ের শিক্ষা ইহকালের
পরকালেরও সব,
বাবা শেখান ভবের মাঝে
প্রভু মোদের রব।
শিক্ষক আমার শিক্ষা গুরু
বাবার ন্যায় তার কদর,
জীবন চলার শিক্ষা দেয় সে
করে শাসন আদর।
শিক্ষার নীতি মানলে না-গো
হয় না মানুষ ভবে,
শিক্ষার জন্য চীনে যাও
বলেন নবী তবে।
শিক্ষাই জাতির মেরুদণ্ড
শিক্ষাই জাতির মাথা,
শিক্ষক মশাই শিখিয়েছেন
কতো জ্ঞানের কথা।
বাবা মায়ের পরেই শিক্ষক
বড়োই পূজনীয়,
অন্তর থেকে তাদের তোমরা
সম্মান টুকু দিও।
হাতে খড়ী শুরু করি
হাত লাঠিতে শেষ,
সন্মান তাদের চির তরে
থাকে যে বিশেষ।