ভণ্ড মাতাল ও উন্মত্ত অপ্সরী
ইমরোজ সোহেল
ঋণী হয়ে যাই অযাচিত দুঃখের কাছে
সুখ ময়ুরের মতো পেখম দুলিয়ে নাচে
বেদনার জল সিঁথির সমুদ্র থেকে আলগোছে
নীচে পড়ে যায়।
সেই জলে স্নান করে পরিযায়ী পাখি
আমি তাকে উন্মুখ বেহারার মতো
আদরের পালকিতে রাখি
সেই মেয়ে আনন্দে স্বয়ংভর চোখ বুজে
কে না জানে,
একটি মূর্খ মৌমাছিও নিপতিত শুশ্রূষা বোঝে।
এতদিন পৃথিবীর সংসারে আছি
দেখে যাচ্ছি জোকার আর ভণ্ডের অকুন্ঠ নাচানাচি
যতই মানুষ খুঁজি
পাই না কোথাও,যেখানেই এই চোখ রাখি
শুধুই দেখতে পাই,
ভূঁড়িওলা ভণ্ড মাতালের লোলুপ দৃষ্টির ছবি
আর তার রাশি রাশি বেজন্মা উদ্ধত কড়ি
তাকে ঘিরে মেতে আছে
একদল রঙ্গরসে ডুবে থাকা প্রবল অপ্সরী।
অবশেষে বেদনার পায়ের কাছে বসে
সুখ বিজাতীয় অনুভূতি নিয়ে নিরন্তর ঠোঁট ঘসে।
১ Comment
অসাধারণ কাব্য ভাষা।শিক্ষনীয় ভাল লাগলো।
অভিনন্দন কবিকে।