অল্প জলে ডুব মেরেছি
ইমরোজ সোহেল
এই আঁধারে
কুয়ো থেকে জল ঠিকই তুলি
তোমার সাথে চলতে গিয়ে পথও ভুলি
কাঁটার সাথে আঁতাত করি
ভয় পেয়ো না বলতে গিয়ে হাতও ধরি।
এ এক নেশা স্পর্শ পাওয়ার
ঘুম আসলে শয্যা যাওয়ার
পাচ আঙ্গুলে পাচটি আঙ্গুল আঁকড়ে ধরার,
গভীরতার স্বপ্ন দেখার
ফুল ফুটলে পাঁপড়ি ছেঁড়ার।
তোমার শুধু বুঝতে বাঁকী কী চাই আমি
জলের ঘরে একলা পাখি
ঘুমায় নাকি?
বুঝতে বাঁকি এ জীবনের সবই ফাঁকি
হৃদয় বেচে কিনতে চেলাম টুকিটাকি
তোমার রাখি, তাও হলো না
টিপ ফুরোলে কপাল ফুটো
বুঝতে বুঝতে ধরতে গেলাম খড় ও কুটো
তাও হলো না।
কোথায় যাবো, ডুব মেরেছি অল্প জলে
তোমাকে পাওয়ার একটু ছলে
হারিয়ে যাওয়া আর হলো না
নদীও এখন ক্লান্ত চর, তুমিও পর
ভাগ্য হলো অধীস্বর।
কুয়ো থেকে জল যেটুকু তুলি
মন ভরে না
চুল ভেজে তো সিঁথি ভেজে না
তবুও আমি আদ্যোপান্ত তোমাকে ভেজাই
প্রেমের জলে
ডুব দিতে চাই তোমার দেহের গভীর তলে।
২.০১ মধ্যরাত্রি
৩০/১০/২১
ঢাকা।