কেন এমন হয়
ইভা আলমাস
২৬/ ৮/ ২০২০
বুঝি না কেন এমন হয়!
এই প্রৌঢ়ত্বে এসেও
কিশোরী প্রেমের ঢেউয়ে মাতাল হই
আছড়ে পড়ি নতজানু হয়ে,
তৃষ্ণায় ছটফট করে বিবাগী মন
সেই কিশোরী বেলার মতো
অথচ এখন আমি প্রৌঢ়ত্বে উপনীত।
বুঝি না কী এক ইচ্ছে আমায় তাড়িয়ে বেড়ায়!
কারো সাথে গল্প করতে ইচ্ছে করে
সময় হাতে নেই
তবুও কারো জন্যে অনন্ত সময়
আমার বুকে দাপাদাপি করে
তার জন্য কষ্ট হয়
অভিমান হয়
ভিষণ কান্না আসে
যদিও এসবের কোন কারণ নেই
তবুও অযাচিত যন্ত্রণায় জ্বলছি।
জীবনের শেষ প্রান্তে এসেও কেন জানি
কারো জন্য কেমন লাগে!
কী সব ইচ্ছেরা ডানা মেলে তাকে ঘিরে
যেমনটা হতো সেই কিশোরী বেলায়
ইচ্ছের উল্লম্ফনে চমকে যাই!
লুকিয়ে রাখি ওদের
জীবনাচরণে সুখী সুখী ভাব ধরে রাখি ,
ইচ্ছেরা মুখ টিপে হাসে
তবুও তারা আমার সাথে লেপটে থাকে।
কতজনের কাছে যাই
কত জনের সাথে কথা বলি
শুধু তার কাছেই যাইনা
যার জন্যে আমার এই আকূলতা।
চলার পথ অনেকটাই বাকি রয়ে গেছে।
কত কাজ অসম্পূর্ণ পড়ে আছে
সেসব ফেলে আমি শুধু তার কথাই ভাবি,
সে আমায় ভুলে গেছে জেনেও ভাবি
তার সাথে দেখা হবেনা জেনেও ভাবি
তাকে আর ফিরে পাবোনা জেনেও ভাবি
ভাবি শুধুই ভাবি…..
উত্তরা, ঢাকা।
রাত ৮ টা ২০ মিনিট
১ Comment
চমৎকার একটি কবিতা পাঠে আবেশিত হলাম সুপ্রিয়।