১৭২ বার পড়া হয়েছে
ইন্দ্রজাল
[সামসুন্নাহার]
২৮/৫/২২
স্বার্থপরতার ইন্দ্রজালে
সময় হারিয়েছো ?
এখন ঘোর অন্ধকার
রাস্তা বদল করবে ?
সে তো গুড়ে বালি ।
অন্ধকারকে সঙ্গী করে
চোখের জ্যোতি টাকে
জোনাকি পোকা ভেবে
এগিয়ে চলো ইন্দ্রজালের গহবরে ।
সমাজ দিবে বাহাবা
সার্থক কারিগর ।
আর কি চাই বলো
এ অবেলায় ?
জন্মের সূত্র দিয়ে অংক কষ
মিলবে ফলাফল।
হয়তো সেটা শূন্য হবে
তবে তাতে কি ?
শূন্য হাতে এসেছিলে
শূন্যেই না হয় শেষ হবে ।
শ্রম, মেধা, সময় ও সাক্ষী দিবে
নোবেলটা না পেলেও পেতে পারো
কিন্তু অস্কার টা ঠিকই পাবে নিঃসন্দেহে।
১ Comment
congratulations