ইট-পাথরের পাদদেশে
তসলিমা হাসান
বিস্তীর্ণ জমিন জুড়ে ব্যাপক উর্বরতায়
চাষ হতো যে ফসল
সবুজে সবুজে ভরে যেত যে জমি,
জনসংখ্যা বৃদ্ধির প্রবল চাপে
বসত বাড়ি নির্মাণের ধূম আর
অনু পরিবার গঠনের চলমান প্রক্রিয়ায়
আবাদি জমি আজ চরম সংকটে।
বড় বড় ইমারতের ছাদেও চলছে চাষাবাদ
বিশিষ্ট কৃষি সাংবাদিক শাইখ সিরাজ স্যারের ভাষায় যদি বলি —
তাহলে কারোরই অজানা নয় ” ছাদ কৃষির” নাম।
কেন জানি মনে হয়,
কৃষিও আজ যাদুঘরে।
অনুরূপ নদী-নালা-পুকুর-ডোবা
বাঁশ ঝাড়ে পাখির কলতান
সবই বিলুপ্ত প্রায় —
ফ্ল্যাট বাসার ব্যলকোনিতে
খাঁচায় পোষা ময়নার ডাকে কি মন ভরে?
কৃত্রিম পার্ক আর রিসোর্ট সেন্টারে কি
গোল্লাছুট খেলা যায়?
মাটির মানুষ মাটির বসতি ছেড়ে
কি করে জীবন সঁপে ইট পাথরের পাদদেশে।
—————————–
কানাডা, ২২-০৫-২০২৩