আমি মাটির বংশধর
কামরুন নাহার রুনু
তারপর ডুবে যাই অন্ধকারে, হাতে লেগে থাকে গেরুয়া মাটির গন্ধ!
আপদমস্তক ভিজে যাই মলাটবন্দি শীতলতায়
মনে পড়ে-
আমি ছিলাম জেলে পাড়ার মেয়ে, ঘোলা জলে মাছের সাথে
আমার ভীষণ ভাব, আমি যে উলো পাড়ার ভোরের কারিগর,
ধানের শীষ ঠোঁটে বাবার পান্তা ভাতের খোরাক,
আমি গোয়ালা পাড়ার জ্ঞাতি,
আমার জাত-গোষ্ঠি কামার,কুমার,তাঁতি!
ভাষা চাষা-মালকোঁচা, বাউলের দেহাতি সুর, আমার ভাষা
শস্য-লতাগুল্মের সুবজ থেকে সোনালি আভা,
এই গালে-মুখে লেগে আছে মাটির তর্জমা,
আমি মাটির বংশধর-
সুপারির ডালে ধেয়ে আসছে শৈশব, বন্ধুর যমজ ছায়ায় ভাসছে রোদেলা দুপুর
আমাদের কথাগুলো জমা আছে নদীর কাছে,গাছের বুকে,
আছে মৃত্তিকার প্রতিটা বাঁকে!
জেনে গেছি-
জীবন গোলাপের সপুষ্পক ব্যাকরণ, আমি এখন কাঁচাসোনা রোদ কুড়াই,
কুড়াই মাটি-ভাষা সময়ের বীজমন্ত্র…