তোমাকে আঁকি কল্পনায় ডুবে
আহেদ ফাতেমা
৮/৯/২০২১
তোমাকে গড়তে গিয়ে, নিজেকেই ভেঙেছি কতবার
নিজেকে গড়তে গিয়ে তোমাকেই আঁকি কল্পনায় ডুবে ৷
মনের আঙিনা জুড়ে তোমাকেই সাজিয়ে খুঁজি,
আমার হৃদয় ভূবনে তোমার ছবি এঁকে যাই নিরবধি।
হৃদয় কাননে ফোটা ফুল, ফুটে আছ
হৃদয়ের গভীরে সুবাস ছড়িয়ে ।
তুমি আমার অনুরাগের ছোঁয়ায় ছন্দ কবিতা,
ফাগুনে শুভ্র জোৎস্নার আলো মেখে এগিয়ে এলে।
তুমি আমার ভোরের আলো ফোটা রবি শশী
ভ্রমরের গুঞ্জন মিষ্টি মধুর সুরে তোমাকে খুঁজে বেড়াই।
গুনগুন শব্দ মধু আহরণে বসে আছে প্রতিটি
ফুলের কলিতে কলিতে।
তোমাকে চাই তোমায় নিয়ে স্বপ্ন বুনি হৃদয়ের মাঝে
তুমি আমার অনুরাগের ছোঁয়া ফাগুনে গান।
তোমার মাঝে খুঁজে বেড়াই প্রেম ভালোবাসার অনুভূতি,
মায়াবী চাঁদনী রাতে জ্যোৎস্না মেখে এগিয়ে এলে নতুন সাজে।
এলে তুমি জীবনে ভালোবাসা উষ্ণতা জাগিয়ে দিলে
বুঝে নিও তুমি, আমার ভালোবাসার ফুলের পাপড়ি তুমি ।
অকারণে কষ্ট দিও না, মনের ঘরে জায়গা দিয়েছি যত্নে
আর ভাঙতে চাই না নিজেকে বড় অসহায় মনে হয় ।
তোমাকে ছাড়া জীবন আমার বিকশিত হয়,
তুমি আমার বনলতা, তুমি আমার
অনুরাধা, হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা স্বপ্নের রাজ কন্য
পুষ্প ফুলের কলি, সুবাস ছড়িয়ে দিলে মনের গহীনে।
১ Comment
very good job; Congratulations.