আহবান।
খায়রুল ইসলাম মামুন
চকিত চোখের চাহনিতে
কম্পিত ভীরু ঠোঁটের অস্ফুট ভাষায়
প্রধান বিষয়টি গোপন করা কবিতায় লিপিকায়
তোমাকে পাবার যে আহবান—
আমার সে আহবান কামনার নয়; ভোগের নয়
অন্যরা তোমাকে যেভাবে চায়
ঠিক সেরকম কিছুও নয়।
আমার এ আহবান- তোমাকে সারাটি জীবন
কাছে পাবার আহবান।
তোমাকে দেখলে যে আমার ভাললাগে
না দেখলে যে হৃদয়ে রক্তক্ষরণ হয়
তা বুঝাবার ব্যাকুলতা।
তুমিতো জানো না, এই তোমাকে একটু দেখার জন্য
আমি কতটা সময় কাটাই রাস্তার মোড়ে
একই বৃত্তে ঘুরে প্রতিদিন কতটা ক্লান্ত হই।
হয়তো দেখি মূহুর্তের জন্য,
সে দেখা আমার তৃষিত নয়নে মরুভুমির বৃষ্টির মত
হঠাৎ মিশে যায়, তৃষ্ণা মেটাতে হয় ব্যার্থ।
তবুও তুমি আছো, সে আশায় আছি বেঁচে।
যদি কোনদিন কোন খবর এসে বলে যায়-
তুমি আজ অন্যের অথবা চলে গ্যাছো অন্যলোকে
সে দিন সবার অলখে আমিও চলে যাবো পরলোকে।
১ Comment
অনেক সুন্দর লিখেছেন কবি