খাঁটি কথা
আসাদ বিন হাফিজ
খাঁটি কথা আঁটি বেঁধে পাটির নিচে রাখো
খাঁটি কথা রা’টি নয়, ঢাকনা দিয়ে ঢাকো।
ইমিটেশন দিয়ে সোনার গয়না গড়ে পরো
যে দেখেনি আসল যুদ্ধ তারে বানাও বড়ো।
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা লাঙল ঠেলে খায়
মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়, ভয়েতে যে পালায়।
মারা যদি যেতো সে, দেশ চালাতো কেডা
যুদ্ধকালে পালায় যে, সেই আসলে বেডা।
একাত্তুরের মুক্তিযোদ্ধা? হাঁটাহাঁটি করো
খাঁটি যোদ্ধা হলে তুমি ঐক্যটা ফের গড়ো।
পাকি রেশন খেকো যে, মুকুট পরাও তারে
তারা অতি চালাক চতুর ধান্ধাবাজি পারে।
খাঁটি কথা পাটির নিচে, হাঁটো তুমি হাঁটো
মুক্তিযোদ্ধা খাঁটি তবে, আঙুল বসে চাটো।
দেশ চালাবে দুয়োরানী, সুয়োরানী জেলে
দেশটা চলে উজান থেকে ঢেলে দেয়া তেলে।
পাকির চুমু যে খাবে সে রাজার কুমার হবে
হেন করেঙ্গা, তেন করেঙ্গা, কত কথা করে।
কেঁচো খুঁড়ে বের করো না কেউ কখনা সাপ
খাঁটি কথা ঘাঁটাঘাঁটি কইরো না কেউ বাপ।
১ Comment
অসাধারণ।