২৩৫ বার পড়া হয়েছে
হোক
আসাদ বিন হাফিজ
যে খুনী তার ফাঁসি হোক
সে রানী বা দাসী হোক।
শুভংকরের মাসী হোক
বাড়ি মক্কা, কাশী হোক।
ফাঁসি হোক তার যে খুনী
বেঁচে যাক সে, যে গুণী।
কিল দিলে সে খাক কুনি
হোক শ্রীকান্ত হোক রুনী।
যে খুনী তার হোক ফাঁসি
তার কপালে ধিক রাশি
খোকার মুখে ফিক হাসি
সব খুনীদের হোক ফাঁসি।
খুনীর দোসর সব খুনী
বলে গেছে সাগর রুনী
ভাবিস না তুই দেশবাসী
খুনীর ঠিকই হয় ফাঁসি।