আশা
আরজু আরা
দিনের শেষে আভাস আলোয়
ডাকছে ডাহুক ত্রাস ডাকে
বুঝতে চায় না, তারই সঙ্গীনী এই ত্রাসের ডাকের মধ্যখানি স্খলিত হচ্ছে এক করুন কলকন্ঠ।
যায় দিন , করে না তো কারো জন্য অপেক্ষিত,
হায় ! এই ধারার সীমাহীন চাওয়া,
তবুও তো কেউ ছাড়ি না চেয়ে থাকি অবধারিত।
এ কোন আশা ,যে আশার আলো মৃনালের পত্রাঙকুর মত।
অধরার পিছে নিরুদ্যম যাত্রা,
কুন্ডলিত কংকনে বাজে কি রিনি ঝিনি শব্দ
নির্ঘুম রাত, তাই কাটে একাকিত্ব ।
ছুটছি আর ছুটছি, যেন রানারের মত ছুটে চলা
কোন প্রেয়সীর অপেক্ষারত পত্র
এ হাত থেকে আরেক হাতে পৌঁছে দেওয়া ।
তবুও তো হয়, রানার ছুটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,
বহু খাল -বিল নয়ত সরু গলিতে পত্র বিন্যাসে লেন-দেন ।
তবে কি এটাই বুঝে নিতে হবে বেলা শেষ তো ,
নয় তো শেষ ।
এনালগ ঘড়ির ন্যায় জীবনটাও ঘূর্ণিত
দুটি অক্ষর মিলে শব্দ আশা
খুবই আকাঙ্খিত !!!
১ Comment
congratulations