৪৪৮ বার পড়া হয়েছে
যুবকেরা
আল-আমিন মল্লিক নিশাদ
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে সামনে কথা বলার সাহস পায় না
পিছনে বাঁশ দিতে করে না দেরি
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে তোমাকে করবেনা সাহায্য
মুখে বড়ো বড়ো কথা বলে ডোল পিটিয়ে
করবে পারিপার্শ্বিক অবস্থা গরম গোলমাল
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে কিনা সকাল দুপুর রাত
তোমার স্বপ্ন ধ্বংস করতে উঠে পড়ে লেগে থাকে।
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে তোমার কাজ দেখে হেসে বমি করে ফেলে
নিজে কাজ না করে
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে কিনা বাঁধাকে বিভীষিকা ময় অন্ধকারে
পরিণত করতে তার কথার ঝুলি নিয়ে আসে
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে তোমাকে পথ দেখাবেনা
বরং কাটা দিয়ে হেসে বেড়ায় পথে
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে কিনা হেসে হেসে অজ্ঞতার পেয়ালা
হাতে তুলে দিতে পড়েনা দ্বিধা দ্বন্ধে
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যার কথা কখনোই কাজে লাগে না তোমার জীবনে
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে কিনা নিজের প্রয়োজনে
সুনাম করে তোমাকে নিয়ে।
যুবকেরা
ধিক্কার জানাও সেই নিন্দুক রে
যে কিনা ভুল করতে দেখলেও বাঁধা দেয় না তোমাকে
ভেবে ভেবে হেসে বেড়ায় এদিক সেদিকে।
যুবকেরা তোমরা এ নিয়ে ভেবো না
যৌবন তোমাদের দীপ্ত
কোন বাঁধাই পারবেনা তোমাদের আটকাতে
যদি থাকতে পারো নিন্দুকের কথা এড়িয়ে
হয়তো বারবারই বাঁধা পাবে চলার পথে
থেমো না তবুও চলতে থাকো দীপ্ত শপথে
হয়তো তোমার বাঁধা পাবে না কাউকে পাশে
তোমার সফলতার অপেক্ষায় অনেকেই বসে আছে
তাদের হতাশ করো না দিও না শোকে ফেলে
তারা যে চেয়ে যাচ্ছে তোমার নীরবে।
তুমি পারবে সবই, যদি দেখো স্বপ্ন,
তুমি থাকবেনা অজ্ঞ, হয়ে যাবে দক্ষ।
১ Comment
আলহামদুলিল্লাহ