আলোর ভোর
সামিরা খাতুন পাশা
রোজ সকালে পুবাকাশে দেখি আলোর ভোর
আলতো করে প্রাণের ছোঁয়ায় খোলে দিনের দোর।
মনের মাঠে ঝলমলিয়ে ওঠে দিনের মত
সৃজন করি বাঁধন হারা ইচ্ছে শত শত।
মনের মাঝে দোল দিয়ে যায় শ্যামল সবুজ বন
নদীর জোয়ার, ফুল, ফসলে পাখির কুহু কূজন।
প্রজাপতির পাখায় পাখায় রঙের খেলা দেখি
মেঘ রোদ্দুর আকাশখানায় রংধনুটি আঁকি।
দৃষ্টি রাখি যায় যতদূর আকাশ নদীর মিল
বালুচরে ঝাঁকে ঝাঁকে নামছে গাংচিল।
ধুসর রূপের পদ্মা- গড়াই মোহনারই বাঁকে
সাধ সাধ্যের অপার ছোঁয়ায় প্রকৃতি ছেয়ে থাকে।
ষড়ঋতুর বিবর্তনে ধরনীর রূপ মাখি
শীত বর্ষা বারো মাসই কাজল কালোয় আঁখি
ফুলের মেলা, পাখির মেলা, নদীর বুকে ঢেঊ
গুঞ্জরিয়া আসে অলি রূপের রানী সেও।
রবির আলোয় শশি কিরণ রাখে সংগোপনে
রাত্রি এলে জ্যোৎস্না ছড়ায় রবি বিহনে।
বৈচিত্র্যময় ভূবন জুড়ে অবাধ আলোর মেলায়
দুঃখ সুখের উন্মাদনায় মাতি প্রাণের খেলায়।
______________________
< কুষ্টিয়া – ২৪/০১/২০২৩ মঙ্গলবার >