৩৩১ বার পড়া হয়েছে
আলোর কিরণ
আব্দুছ ছালাম চৌধুরী
তিনটে বাজে বাঙলো যে ঘুম
তারপর এলো ভাবনা,
চারটে অব্দি গড়াগড়ি
নির্ঘুম থাকার যাতনা।
সাড়ে চারটায় মনস্থ করলাম
রান্নাঘরে যাবো,
কফি পানে লিখবো কিছু
যা পাবো তা খাবো।
পৌনে পাঁচটায় মনে হলো
ঘুরি গ্রুপে গ্রপে,
হঠাৎ দেখি হাঁটছে শেয়াল
বাঁশ বাগানের ঝোপে।
পাঁচটা হতেই চোখ যে আবার
ঘুমো ঘোরে আচ্ছন্ন,
কবিতার এই ছন্দ বুনে
মনটা হলো প্রসন্ন।
শুয়ে-বসে এই কথাটি
লিখলাম নিজের নোটে,
চেয়ে দেখি পূর্বাকাশে
আলোর কিরণ ফুটে।
ইংল্যান্ড