অগ্রগতি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করা আলিফ গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি লুৎফুন নেসা ইসলাম বলেন, “সমাজ ও পরিবারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নারীদের অবদান অসীম। সমাজের সর্বস্তর থেকে নারীদের এ অবদানের স্বীকৃতি আসতে থাকলে তার সুফল পরিবার ও সমাজই সবার আগে পাবে।” “নারীর জাগরণ, ক্ষমতায়ন ও কর্মপরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে।” তিনি শিক্ষা ও সমাজসেবায় আজীবন সম্মাননা পেয়ে আনন্দিত লুৎফুন নেসা ইসলাম আরো বলেন, এখন পর্যন্ত আমি যা কাজ করেছি সে কাজগুলোর উপর ভিত্তি করে একজন নারী হিসেবে মার্চ মাসে এমন সম্মান জানিয়েছে, সম্মাননা দিয়েছে এর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। এই সম্মাননা অনুষ্ঠানে এসে নারী হিসেবে সেই সম্মানটুকু পেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।তিনি শেরেবাংলা পথকলি স্কুলের পাশে থাকার ঘোষণা দেন।
শুক্রবার (১০ মার্চ) এ উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল যৌথভাবে এ সম্মাননা দেয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান, শেরে বাংলা’র দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান মো মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান লেঃজেনারেল (অব)হারুন অর রশীদ বীরপ্রতীক,
বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি, নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিয়া খাতুন, জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট লায়ন নাজনীন সুলতানা লুনা, স্বাগত বক্তব্য রাখেন শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মোঃ আর. কে. রিপন ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের সম্পাদক সারল্যের কবি শাহ আলম চন্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন, ‘নারীকে হতে হবে শক্তিশালী। আগে নারীরা বিভিন্ন কর্মে পিছিয়ে থাকলেও এখন অনেকটাই বদলে গেছে চিত্র। আমাদের দেশে নারী আজ প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী-এমপি, এসপি, ম্যাজিস্ট্রেট। সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছে। কোনো কোনো ক্ষেত্র নারীরা এগিয়ে আছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষ। চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীরা আরও এগিয়ে যাবে।’
প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশে নারীকে সম্পৃক্ত করতে সরকারের নানা উদ্যোগ গ্রহণ করে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে বাস্তবায়ন করা হয়েছে।’
জাতীয় সংসদের এমপি নারী নেত্রী মুক্তিযোদ্ধা আরমা দত্ত বেগম রোকেয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বেগম রোকেয়া বলে গিয়েছিলেন, নারী ভুমি থেকে আকাশে, ফসলের মাঠে কাজ করবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারীকে তার মেধার বিকাশ ঘটাতে যোগ্যস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন।’
এসময় বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের এমপি মমতাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী আজ স্বস্ব জায়গায় থেকে কাজ করে যাচ্ছে।
১৬৪ বার পড়া হয়েছে