২৫৫ বার পড়া হয়েছে
শত্রু
আলমগীর হোসেন আরিফ
শত্রু তোমরা আছো বলেই পড়ছে ধরা ভুলগুলো,
চোখের সামনে আসছে ভেসে দূর্বলতায় ভরা গুনগুলো।
গুনগুলোকে শক্তি ভেবে গর্ব করছি নিয়মিত,
দোষগুলো সব সামনে এনে, করছো আমার মাথা নত।
শত্রু তোমরা পরম বন্ধু, চোখের কোণে রাখো মোরে
এই ধন্যবাদ টা শেষ হবে না, কৃতজ্ঞতা সারাজীবন ধরে।
কাছের মানুষগুলোও অচেনা হয় জীবনের ব্যস্ততাতে
তবু তোমরা ছেড়ে যাওনা, কুৎসা গুলো থাকো রটাতে।
তোমরা আমায় হিংসা করো, ঘৃণাও কিছুটা করো
তোমাদের ভয়ে কখনো কখনো থাকি জড়োসড়ো।
হিংসা, ঘৃণা আর কুৎসা গুলোয় হই আমি দূর্বিষহ,
সুখের খোঁজে মাঝে মাঝেই ছেড়ে যেতে চাই এই গ্রহ।
৩ Comments
অনেক ভালো লিখেছেন
very good job; congratulations.
Very Very nice