আর কত
(অগ্নিশিখা ঝুমঝুম )
আর কত নিচে নামতে চাইছো
আরও কত নিচে নামবে
ভূগর্ভ থেকে তুলবে আগুন
তবেই কি তুমি থামবে?…
লেলিহান শিখা জ্বলছে এখন
দেখছি তোমার বক্ষে
যন্ত্রনা তে ছিঁড়ে যায় শিরা
অন্ধ হয়েছো চক্ষে…
তবুও নামছো, নেমেই চলেছো
নামার তো নেই শেষ
নামতে নামতে হারিয়েছো সব
আছে শুধু বিদ্বেষ…
দিগন্তে আজ ওই দেখা যায়
সূর্যের লাল আলো
দিকচক্রের রবির কিরণে
মনের প্রদীপ জ্বালো…
জ্বলন্ত ওই আগুন ধরেছো
করতল দ্যাখো জ্বলছে
ধক ধক বুক, চোখে তে উল্কা
ধীর দুটি পায় চলছে…
এ চলার জানি শেষ নেই কোনো
তাই তো বলছি থামতে
বোঝো আজ তুমি শেষের কিনারে
পারছোনা আর নামতে…
এবার উঠে এসো, এসো হাত ধরো
দাঁড়িয়ে রয়েছে রথ
শুরু করেছিলে যেই পথে চলা
চেয়ে আছে সেই পথ…
সুখ দুঃখ কে বুঝতে হবেনা
বুঝতে হবেনা ধর্ম
পথের এই শেষে রেখো ভালোবাসা
রেখে দিয়ে যাও কর্ম…
—————————–
অগ্নিশিখা ঝুমঝুম, কলকাতা।