অঙ্গার
আরেফা রাব্বী মিলি
যত চাই চিনিতে তাহারে আঁকড়াইয়া রাখিয়া,
ততই তার উদাস দৃষ্টি ঐ তিমিরে রয় থামিয়া,
দ্যাখো,এই নতজানু হয়ে আছি এ ভুবনে বসিয়া,
রহিয়াছি বহু কাল ধরি অনড়িয়া শিকড় গাড়িয়া।
হাত দুইটি রাখিয়াছি শুন্যে পাতিয়া,
ভালোবাসায় আকন্ঠ ডুবিয়া মরিয়া,
ঋষি, এ কুঞ্জটিকায়, চক্ষু মুদিয়া রহ বসিয়া,
তবে কে সে যায় আপনারে আপনা ভুলাইয়া?
আসমান জমিন পাতাল ভেদিয়া,
কারে দ্যাখো অমন নিবিষ্ট ধ্যানে মজিয়া,
কার গলে পুষ্পমাল্য অর্পণে নিবৃত্তে দহিয়া,
অঙ্গার করি তনুশ্রী,অবহেলার তীব্রতা সহিয়া।
স্মৃতির ঘুর্নি
২৭/০৯/২১ইং
শোনো,
ভুলে না গেলেও পারতে,
সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে এই সুখদুখের জীবনে-
অনাহুতের মত ক্ষণিক আশ্রয় নিয়েছিলাম।
বুকের ভেতর সোনালি পিঞ্জর বানাবো বলে-
এ ধরিত্রীপুরে কুয়াশার চাদরও সরিয়েছিলাম।
বুকের নীলাকাশে স্বপ্নের শঙ্খচিল উড়াবে বলে-
নিজের উড়ার স্বপ্ন গুলো ভূতলে বেঁধেছিলাম।
ভুলতে পারবো না বলে হৃদয় কিবোর্ডে অদ্ভুত-
সপ্তকে তোলা সুখের স্বরলিপিও লিখেছিলাম।
ইচ্ছেমত লিখবো বলে ডায়েরিতে নামের প্রথম-
থেকে শেষ অক্ষর অবধি কবিতা খুঁজেছিলাম।
সত্যি বলছি,
ভুলে না গেলেও পারতে,
মাকড়সার জালে আটকা এই জীবন-
এখন এলোমেলো স্মৃতি,নোনা জলের ঘুর্নিতে।
বিষণ্ণ অতীত
ওদের গাছ দুটোতে অনেক ফুল হত এতটাই-
ফুলে ফুলে ভরে যেত শিউলী তলার উঠোনটাই
কথা চলতো আমাদের ফুল তোলে তোলেই –
যত অপ্রয়োজনীয় বেলাগাম কথাবলা “চলতোই”
ওর ছিল অফিসে যাওয়ার ভীষণ তাড়া-
ছিল ছটফটানি, ছিল হরেক রকম তাড়াহুড়া
ইচ্ছে করেই আটকে দিতে চাইতাম, এ হতচ্ছাড়া-
বুঝে তাকিয়ে চোখ মটকে বলতো”লক্ষীছাড়া”
বয়স গড়িয়ে চলে, তাও শিউলি কুড়াই অভ্যাসেই,
শিউলী তোলে বাচ্চারা ঝলমলে খুনসুটিতেই
খিলখিলিতে মুখর সোনালি ভোর হইচই কতই,
মনে হয় আজ সেইক্ষণের কিছুই যেন নেই”নেইই”
বর্তমানের ক্যানভাসে স্মৃতিরা বেদনার কোলাজ,
চলছে অতীত, অর্থহীন শোকের সাজানো বজ
ভীষন দেখতে সাধহয়, সাদাসিধে রক্তিম লাজ,
অভিমানির চোখে লেপ্টেথাকা কাজলের”সাজ”
যতই একাগ্র হই অসহায় ঝাপসা দৃষ্টি ঘুরাতে-
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যায়না ধরা ধরণীতে
পুকুরঘাটে জলে পা ডুবিয়ে বলতো একমনেতে,
” তুমি না ভীষন পাঁজী, একগুঁয়ে লক্ষীছাড়া”
শোনছো,
গুনগুনিয়ে শীষ দিয়ে যায় আজও “নির্জনতে”
১/১০/২১ইং,
চট্টগ্রাম।
২ Comments
very good response; Congratulations.
আসসালামু আলাকুম প্রিয়,
অভিনন্দন ও অপরিসীম শুভকামনা!
****
নজর কাড়া, দেখে সারা,
স্মৃতির ভীরে দিচ্ছে নাড়া,
কবিতায় হই পাগলপারা,
সুখ, শান্তি হোক বৃষ্টি ঝরা!!
ধন্যবাদ, শুভেচ্ছা দ্বারা!!