২৩৮ বার পড়া হয়েছে
সবার সুখে
আরিফ শামছ্
২৬/০৭/২০২১
বিজন দুপুর রৌদ্র তাপে,
হিজল বনের ছায়ায় বসে,
নির্মল হাওয়া গায়ে মেখে,
ভাবছি কতো স্বপ্ন দেখে।
শয়ন স্বপন হৃদয় কাঁপন,
প্রেম বিরহের জীবন যাপন,
দিবানিশির স্বপ্নে নয়ন,
আশায় আশায় সময় ক্ষেপণ।
একলা ভেবে স্বপ্ন দেখে,
মরবে কেহো হোঁচট খেয়ে,
কেউবা রবে সুখের মাঝে,
জীবন জুড়ে সকাল সাঁঝে।
সবার মাঝে আমায় খুঁজি,
স্বপ্ন বুনি ফসল তুলি,
চোখ ধাঁধানো সফল দেখি,
চলবে সবার লেখালেখি।
স্বপ্ন ঘিরেই বেঁচে থাকা,
স্বপ্ন নিয়েই জীবন চলা,
কথা কাজে, সবার সেরা,
সবার সুখেই শান্তি ফেরা।
হাতিরঝিল,
ঢাকা।
১ Comment
very good response. Congratulations.