আরাধনা।
(নাজমুন চৌধুরী জেসমিন রিকা)
তুমি আমার সাধনা নিরন্তর আরাধনা!
আমি তোমাতেই বাঁচি, মরি শত বার তোমাতেই !
আমি তোমাতেই নিলিপ্ত থাকি!
আবার উৎফুল্ল উৎজীবিত হই তোমাতেই !
তুমি আমার জীবন মরন তুমি সকল চাওয়া!
তোমার তরেই গেঁথে যাই জীবন ফুলের মালা!
আমার সকল জুড়ে শুধু তুমি! তোমার আধিপত্য!
তুমি আমার জীবনের চেয়ে দামী এটাই চরম সত্য!
যেদিকেই যাই, যেদিক পানে চাই, সর্বত্র তোমাকে দেখতে পাই!
সীমার মাঝে ও অসীম তুমি, তুমি আমার জান!
তোমাকে না দেখলে পরে মন করে আনচান!
ভালোবাসার সাগর তুমি, তুমি সুউচ্চ পর্বতশ্রেণি!
তোমার বালুকাবেলায় হেঁটে তোমার পাদদেশে চাই ঠাঁই এই আমি!
শত শত দেশ মহাদেশ মহাবিশ্ব ভ্রমণ শেষে…
স্থিতিশীল, স্থির, থিতু হতে চাই তোমাতে আমি!
আমার প্রেম, ভালোলাগা,
ভালোবাসার আরাধনা শুধু তুমি!
—————————
নাজমুন চৌধুরী, জে
29.01.2021
১ Comment
সুন্দর রচনাশৈলী।অভিনন্দন।