ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ: আরবিআই
মহামারির আবহে আবার রেপো ও রিভার্স রেপো হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সেই সঙ্গে পূর্বাভাস দিয়ে শীর্ষ ব্যাংক জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৯ দশমিক ৫ শতাংশ।
গতকাল শুক্রবার মনিটরি পলিসি কমিটি বা আর্থিক নীতিনির্ধারণ কমিটির (এমপিসি) তিন দিনের বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, সেই হার অর্থাৎ রেপো ৪ শতাংশেই আছে। অন্যদিকে যে হারে ব্যাংকগুলোর কাছ থেকে রিজার্ভ ব্যাংক ধার নেয়, সেই রিভার্স রেপো হার রয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশে।
কোভিড সংকটে ভারতের অর্থনীতি গত অর্থবছরে সংকুচিত হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে নগদের জোগান এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গত বছর রেপো ও রিভার্স রেপো হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল শীর্ষ ব্যাংক। এরপর থেকে এ নিয়ে টানা সাতবার অপরিবর্তিত রাখা হলো রেপো ও রিভার্স রেপো হার।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা থেকে ঘুরে দাঁড়াতেই হার অপরিবর্তিত রাখা হলো। তবে আগের চেয়ে ভালো জায়গায় আছে অর্থনীতি। তেমনই ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির সব সূচক, যদিও চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক। আগের পূর্বাভাসে আরবিআই জানিয়েছিল, ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৯ দশমিক ৫ শতাংশ।
করোনা–পরবর্তী পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস পরিবর্তন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চার মাস আগে ২০২১-২২ অর্থবছরে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও সংস্থার আর্থিক নীতিসংক্রান্ত কমিটির জুনের বৈঠকে তা কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।