১২৬ বার পড়া হয়েছে
প্রেম বিরহের খেলা
সুখ, দুঃখ খেলা করে রোজ হৃদয়ের উঠোনে,
বাতাস ডেকে কয়,
উড়াবে নাকি সুখের ঘুড়ি আকাশ পানে?
যে আকাশে সাদা মেঘ বেঁচে থাকে নীলের আলিঙ্গনে,
সেথায় রেখেছি আমার প্রেম সংগোপনে।
উঠোনের মাটি ভিজে আছে যে চোখের জলে,
সে জলের সাথে সন্ধি আমার জীবন আঁচলের!
যে আঁচলে ঢাকি আমার দুঃখ গুলো,
সেই শাড়ীর সুতোয় গাঁথা আমার বিরহ ধুলো।
কলমে : আয়েশা সিদ্দিকা “কনক” / স্থান : টরন্টো, অন্টারিও, কানাডা
তারিখ : মঙ্গলবার, ২৫ শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ / ৯ ই মার্চ ২০২১ খ্রীস্টাব্দ