১৬৬ বার পড়া হয়েছে
বৃষ্টি তুমি
আয়েশা সিদ্দিকা কনক
বৃষ্টি তুমি স্নিগ্ধ, বৃষ্টি তুমি ছন্দ,
বৃষ্টি তুমি, ছোট্ট কিশোরীর নৌকা ভাসানোর আনন্দ I
বৃষ্টি তুমি নব ঋতুর আহবান,
বৃষ্টি তুমি নতুন জীবনের সুর ও তান I
বৃষ্টি তুমি গাছের ডালে নতুন কুঁড়ির জন্ম,
বৃষ্টি তুমি ছোট্ট পাখির ঘর বাঁধার স্বপ্ন।
বৃষ্টি তুমি প্রেমিকার চোখের কাজল গলে যাওয়া কান্না I
বৃষ্টি তুমি বিধবার বুকের স্বামী হারানোর বন্যা I
বৃষ্টি তুমি প্রেম বিরহের খেলা,
বৃষ্টি তুমি প্রকৃতিতে রঙের মেলা I
টরন্টো, অন্টারিও, কানাডা।
তারিখ: বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/ ৯ জুন ২০২১ খ্রীস্টাব্দ
৩ Comments
দারুণ ভালো লিখা।ছোটছোট কথার ব্যঞ্জনায় মন নিবিষ্টতায় ভরিয়ে দেয়। বৃষ্টি কে বহুমাত্রিক রুপে তুলে ধরার কারিস্মাটিক বিন্যস্তততা সত্যিই মুগ্ধকর।
কবিকে আন্তরিক অভিনন্দন।
অনেক সুন্দর লেখনি
very good job. Congratulations.