আমেরিকা প্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী শচি হাসান-এর জন্ম দিনে:
২২শে আগস্ট আমার একমাত্র রাজকন্যা শচির জন্মদিন। মা হওয়া একজন নারীর জীবনের সবচেয়ে স্মরণীয় আর অনুপম অনুভূতি। আমার সৌভাগ্য এই যে আমি এই গৌরবময় মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি। শচি নামটি আমার কবি স্বামী (ইকবাল হাসান) দিয়েছিল জীবনানন্দের গ্রাম ও শহরের গল্পের নায়িকার নাম অবলম্বনে। আমার বিয়ের দুমাস পরেই আমি মা হতে চলেছিলাম। আমার স্বামীর সাথে মধুময় সম্পর্ক নিয়েই আমরা দুজন বরিশালে বিয়ের পরে জীবনানন্দ দাশের বাড়িতে ঘুরতে গিয়ে ও বলেছিল মেয়ে হলে নাম হবে শচি আর ছেলে হলে নাম হবে সুমেন। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আজও মনে পড়ে মেয়ের জন্ম হলে প্রাণ খুলে আনন্দ করেছিলাম। আমি দায়িত্বশীল মা হওয়ার অনুভুতিতে দৃঢ় ছিলাম অন্তরে। ছেলেবেলা থেকেই শচি নিজের প্রতিভার জোরে সকলের আপন হয়ে উঠেছিল। প্রথম থেকেই আমার মনে একটা ধারণা জন্মেছিল যে পড়াশোনা করিয়ে আমি ওকে সত্যিকারের মানুষ করে গড়ে তুলব। বড় হয়ে ও হবে সফল নারী, ঘরে বাইরে সমান দাপটে সব কাজ দায়িত্বের সংগে পালন করবে। আমি নিজে টেলেন্টেড ছাত্রী ছিলাম কিন্তু নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ জীবনে পাইনি। এরজন্য আমার একটা আক্ষেপ ও আপসোস ছিলো। সেজন্য মেয়েকে একটা সুখী ও সুরক্ষিত ভবিষ্যৎ দেয়ার জন্য আমার ছিলো প্রচেস্টা। এটা সত্যি কথা যে লজ্জা, ত্যাগ, মমতা, সহ্যশক্তি নারীর সৌন্দর্য বৃদ্ধির সুপান, স্বাভাবিক অলংকার। কিন্তু তাতে যদি আত্মবিশ্বাস, আত্মসম্মান আর আত্মগৌরবের আবরণ থাকে তবে সেই সৌন্দর্যে জেগে উঠে ঝলমল রোশনাই। আমার মেয়ে সব দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে। শুভ জন্মদিন মা তোমার জন্য। প্রদীপের আলোর মত আলকিত হোক তোমার ভবিষ্যৎ জীবন।
( আজ আমার একমাত্র কন্যার জন্মদিন, তার উদ্দেশ্যে লেখা কবিতা)
শুভ জন্মদিন আত্মজা
কন্যা সৃষ্টিকর্তার এক শ্রেষ্ঠ উপহার
কন্যা সৃষ্টিকর্তার এক অসীম রহমত
কন্যা সৌভাগ্যের বার্তাবহ অগ্রদূত
কন্যা মাতা-পিতার জীবনের পূর্ণতা।
ধরিত্রিতে তোমার আগমন
আমার জীবনে আনন্দতম মুহুর্ত
তোমার ক্রম বৃদ্ধি, তোমার বুদ্ধির বিকাশ,
তোমার আবেগ-অনুভূতি, তোমার হাসি-কান্না
চোখের সামনে ঘটে যাওয়া
আমার জীবনের সুখময় উপাখ্যান।
আরো বড় হও আত্মজা,
পিতার সীমাবদ্ধতা, সঙ্কীর্ণতা, অপূর্ণতা
অতিক্রম করে আকাশের বিশালতায়
পরিপূর্ণ মানুষ হয়ে নিজের ইতিহাস গড়।
তুমি আত্মকেন্দ্রিক, স্বার্থপর রোবট হও,
সম্পদের পর্বতের ওপর বিলাসী বেগম হও,
নিজের মাটি ভুলে উন্নত দেশে ‘নিরাপদ’
কাল পার কর অথবা অহঙ্কারী, নির্বোধ,
কপট মানুষ হও – এ’নহে মোর প্রার্থনা।
সতত হৃদয়ে, চিন্তায়, চেতনায়, কর্মে ধারণ করবে –
তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, জীবনের প্রতিক্ষণে
এই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা তোমার কর্তব্য।
তুমি বড় হও, অনেক বড়
তুমি আলোকিত হও, বাতিঘর হও,
তোমার আলোয় উদ্ভাসিত হোক দশদিগন্ত।
শুভ জন্মদিন আত্মজা,
লেখক: কবি ও কথাসাহিত্যিক এবং কানাডা প্রবাসী।
কানাডা: ২১-০৮-২০২২
১ Comment
Congratulations