এবার কনসার্টে লণ্ডন যাচ্ছে বর্ণ।
নিউইয়র্কের সংগীতশিল্পী ও সঞ্চালক
Alia Ferdosi ”র ছোট ছেলে
আমেরিকার মূলধারার তরুন কণ্ঠশিল্পী
lalon Shoeb Borno. (Lalon Circle)
আমেরিকার গন্ডি পেরিয়ে এবার কনসার্টে যাচ্ছে লন্ডনে। নিউইয়র্ক সময় আজ শুক্রবার সন্ধ্যায় জে এফ কে এয়ার পোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দেন। অনিক, নিবির ও বর্ণ ৩ কন্ঠশিল্পী দু’ সপ্তাহের প্রোগ্রামে গেছে। লণ্ডন ও ফ্রান্সের কয়েকটি ইয়াং কনসার্টে অংশগ্রহণ শেষে আগামী ১৫ ডিসেম্বর নিউইয়র্কে ফেরার কথা রয়েছে।
আমেরিকায় জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত তিনি তরুন কন্ঠশিল্পী অনিক, নিবির ও বর্ণ’র বিবিসিসহ লন্ডনের কয়েকটি মিডিয়ায় স্বাক্ষাত দেয়ার সূচীও রয়েছে।
মায়ের হাতে খড়িতে কন্ঠ মিলিয়ে বেড়ে উঠা আজকের Lalon circle Borno.
এগিয়ে যাবে অনেক দূর। সুর বেড়াবে দুনিয়া জুড়ে। মা Alia Ferdosi’র স্বপ্নগুলো পাখা মেলে উড়বে অনেক দূর। প্রিয় লালন শোয়েব বর্ন’র জন্য
শুভ কামনা।
১ Comment
Congratulations.