শুধু তোমার জন্যে
সারওয়াৎ জাবীন লুবনা
শুধু পাঁচ মিনিট কেনো
চার্জহীন টিউব লাইট,
দিতে পারি তোমায়
সুনীলের এক্শ আটটা নীল পদ্ম!
হতে পারি পূর্ণেন্দু পত্রীর
কথোপকথোনের সবটুকু,
গেঁথে দিতে পারি
সমরেশের কালবেলা অথবা
সাতকাহনের অনিমেষের
নিষ্পাপ প্রেমগাঁথা
অথবা শীর্ষেন্দুর দূরবীনের
হেমকান্ত, ধ্রূব বা রেমির
চরিত্রের কাতরতা !
শুধুমাত্র তোমার জন্য
হতে পারি
চারুলতার চারু,
দেবদাসের পারু,
পরিণীতার ললিতা
অথবা আমার সবটুকু নিয়ে
এক আমরণ রাধা।
অথচ… দেখো
কী হতভাগ্য!
দিন শেষে যদিও সবসময়
ঠিক জেনে যাই…
আমি তুমি, তুমি আমি
সব… মিথ্যে!
রেল লাইনের দুই প্রান্তকার
সহযাত্রী মাত্র আমরা,
সাথে আছে
… শুধুমাত্র
যার যার সহবাস।
——————————————–
সারওয়াৎ জাবীন লুবনা, আমেরিকা
——————————————–
১ Comment
congratulations; very good response.