আবরার
এইচ বি রিতা
আচমকা নয়, দীর্ঘ ছয় ঘণ্টা আপনার সৃষ্টির চেষ্টার পর
আমি ঠিক বুঝতে পারছিলাম যে, আমি মারা যাচ্ছি
অক্সিজেন হ্রাস পাচ্ছিল, যা আমার সঞ্চালনকে ধীর করে দেয়
নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে গেল
শরীরের প্রতিটি একক অংশ এমনকি আমার রক্তের রেখাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল
আমি রক্তক্ষরণ করছিলাম, আপনার সৃষ্টিরা বুঝতে পেরেছিলেন
আমার হার্টবিট, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল
আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ শুনতে পায়নি
মরে যেতে যেতে এক ফোঁটা পানির আবদার; তাও রাখেনি
সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম,
আপনার সৃষ্টি হৃদয়-রোগে আক্রান্ত
আমার কিছুই করার ছিল না;
শক্তির উৎসটুকু শুধু হারিয়ে ফেলা ছাড়া।
অবশেষে দেখলাম,
স্কিপিং রোপ আর স্ট্যাম্পগুলোও তখন ভীষণ ক্লান্ত
আপনি দেখছিলেন মস্তিষ্কের কোষগুলি আমার মরে যাচ্ছিল
ওরা সেটাই চাচ্ছিল এবং আপনি তাদের বাধা দেননি
অতঃপর আপনি আমার জৈবিক মৃত্যুকে স্বাগতম জানালেন।
লাশকাটা ঘরে পঁচা-গলা বেওয়ারিশ লাশের সমাহার;
চলছেই।
ঈশ্বর!
আপনি সব দেখেন!
হিসাব আপনার হাতে যথাযথ
রক্তক্ষরণে গলাকাটা হারুন অর রশীদ; কী নির্মম
গাছের ডালে ঝুলন্ত গলাকাটা শিশু তুহিনের আর্তচিৎকার,
শুনেছিলেন নিশ্চয়ই ঈশ্বর!
বিশ্বজিৎ, রিফাত, মহিউদ্দিন কায়সারকে যখন কুপিয়ে হত্যা করা হয়,
আপনি ছিলেন সেখানে
কেরোসিন গায়ে আগুনে ঝলসে যাওয়া নুসরাত জাহানের চিৎকার
আপনাকে কাঁদিয়েছিল কি?
আরও আছে-তনু, ইয়াসমিন, হেনা আক্তার, রাজন-রাকিব
আপনি জানেন কী নির্মমভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছে তারা
গর্ভবতী কুলবিন্দরের মৃত্যু, তাও আপনি দেখেছেন
কোথায় গুলিটা লেগেছিল ঈশ্বর?
গর্ভে সজ্জিত নিষ্প্রাণ বুকে?
রক্তচোষা পিঙ্গল বর্ণ মৃত্যুকে আমিও দেখেছি ঈশ্বর
ওষ্ঠ চেপে প্রবল উত্তাপে চুষে নিয়েছিল আমার রক্তবিন্দু
মৃত্যু আমার টুঁটি চেপে ধরেছিল কিছুক্ষণ-কিছু মুহূর্ত
অতঃপর, অনুভূতিহীন আমি নিষ্প্রাণ হয়ে গেলাম
ভগবদ্ভক্তিকে গ্রাস করে প্রস্তুতি নিয়েছিলাম অবসানের;
আপনি ছিলেন সেখানে!
আমার ঈশ্বর! তবে শুনুন-
আপনার সৃষ্ট পুরো পৃথিবী আজ শুয়োরের খোঁয়াড়
পুরো বিশ্বে মানবতা আজ নিখোঁজ
আপনি জেগে আছেন জানি
তবে দৃষ্টি বর্ষণ করুন ঈশ্বর
আপনার সৃষ্টির সেরা জীবেরা আজ বড় অসহায়।
আপনি নজর রাখুন
নয়তো একদিন একাকিত্বের গর্জনে আপনার পৃথিবী ঘুমিয়ে পড়বে
হতে পারে জন্মের বৃত্তান্ত খুঁজে আমার মতো আবরার ফাহাদরা
নিষ্ঠুর জীবনের সমাধীকরণে আপনার সৃষ্টির প্রতি;
একদিন অভিযোগ তুলবে।